শেয়ার বিজ ডেস্ক : জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্হায়ী কমিটির সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম মোহাম্মদপুরের টাউনহল বাজারে প্রতিবন্ধী-এতিম এবং অসহায় মানুষের সঙ্গে আজ শনিবার (৫ জুলাই) মতবিনিময় করেন।
এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং তাদেরকে রোদ-বৃষ্টি থেকে স্বস্তির জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্যে ছাতা উপহার দেন।
মতবিনিময়কালে কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দেশে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এবং জনগণের হাতে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছে সরকার ও তারেক রহমানের ওপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে। সমস্ত দল নির্বাচন চায়।
জিয়া পরিষদের এই নেতা বলেন, বিএনপির সাথে কোনো দলের দ্বন্দ্ব নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে।
আরআর/

Discussion about this post