প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার থানাপাড়ার ১৫টি রবিদাস পরিবারকে নোটিশ ছাড়াই উচ্ছেদ, বুলডোজার দিয়ে বসতবাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকির ঘটনার বিচার, ক্ষতিগ্রস্তদের স্থানীয়ভাবে আবাসনের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং নাগরিক উদ্যোগ।
এতে লিখিত বক্তব্যে শিপন কুমার রবিদাস বলেন, নাচোল উপজেলার থানাপাড়ায় খাস খতিয়ানভুক্ত একটি জমিতে ৬০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিল ১৫টি রবিদাস পরিবার। গত ৪ মে পূর্বনোটিশ ছাড়াই পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ১৫টি পরিবারের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এর পর থেকে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে বসবাস করছে পরিবারগুলো।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৭ সালে ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী মমতাজ বেগম জমিটি নিজেদের দাবি করে আদালতে মামলা করেন। ২০০৬ সালে ওই মামলার রায় দেয়া হয় ভূমিহীন রবিদাস পরিবারগুলোর পক্ষে। পরে বাদী মমতাজ বেগম উচ্চ আদালতে যান। উচ্চ আদালতে আপিলের কোনো তথ্যই জানতে পারেনি রবিদাস পরিবার। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সহায়তা করেছে মাত্র।

Discussion about this post