Print Date & Time : 22 September 2025 Monday 10:02 pm

প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাজ্য

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায়, প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন যে, তারা যেন যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের আরো কিছু অংশ দখল না করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্মেলনে ফ্রান্স এবং আরো কয়েকটি ইউরোপীয় দেশেরও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগদানের আগে কুপার বিবিসির সাথে কথা বলছিলেন, যেখানে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র একই রকম ঘোষণা করার কথা রয়েছে।

যুক্তরাজ্য তাদের পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য একটি পরিবর্তন এনে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই স্বীকৃতি ঘোষণা করেন। গতকাল কানাডা, অস্ট্রেলিয়া এবং পতুর্গাল ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পদক্ষেপের বিরুদ্ধে বলেছেন, এটি সন্ত্রাসবাদকে পুরষ্কার দেয়ার মতো।

বিবিসির এক প্রশ্নের জবাবে কুপার জানান, ইসরায়েল এই ঘোষণাকে পশ্চিম তীরের আরো কিছু অংশ দখলের অজুহাত হিসেবে নেবে কিনা, তা নিয়ে তিনি চিন্তিত। তবে বলেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন যে, তিনি এবং তার সরকারের অবশ্যই তা করা ঠিক হবে না।

কুপার বলেন, “আমরা স্পষ্ট করে বলেছি যে, আমরা ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের সর্বোত্তম উপায় হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

কুপার আরো বলেন, “এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায়বিচার এবং অত্যন্ত সতর্কভাবে নিরাপত্তা রক্ষার জন্য করা হয়েছে এবং এটি করতে সক্ষম হওয়ার জন্য আমরা এই অঞ্চল জুড়ে কাজ চালিয়ে যাব।”

তিনি বলেন, “আমরা যেমন ইসরায়েলকে স্বীকৃতি দিই যে ইসরায়েল রাষ্ট্র.. তেমনি আমাদের ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে।”

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুপার মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি কাঠামো তৈরিতে আন্তর্জাতিক ঐকমত্য তৈরির জন্য সোমবার জাতিসংঘের সম্মেলনে জোর দেবেন।

রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, তিনি ‘শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে চান’।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র ‘হবে না’।

বিবিসি রেডিও ফোর টুডে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, “এই বিশ্বাসঘাতকতার জন্য ইহুদি সম্প্রদায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টিকে কখনই ক্ষমা করবে না।”
এস এস