Print Date & Time : 8 September 2025 Monday 1:19 am

প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক : কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব বৈঠকে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শুনবে সংস্থাটি। প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে ব্যবসায়ী  প্রতিনিধিরা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সামনে সমস্যাগুলো তুলে ধরতে পারবেন।

এনবিআর জানায়, চলতি মাসে ‘মিট দ্য বিজনেস’ বৈঠকটি আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এনবিআর আরও জানায়, সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুগল ফরম পূরণ করে পাঠাতে হবে। এনবিআর জানায়, নিয়মিত এ বৈঠক করা গেলে ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে। পাশাপাশি রাজস্ব আহরণেও স্বচ্ছতা আসবে।