Print Date & Time : 19 November 2025 Wednesday 10:19 pm

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর

শেয়ার বিজ ডেস্ক : পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার সকালে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবের নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন।

তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী পুনঃগঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে, সেই পর্বেও শ্রমিক শ্রেণি মুখ্য শক্তি।

শিমুল বিশ্বাস বলেন, যাদের শ্রমে-ঘামে সভ্যতায় দেশ সচল থাকে সে সব ভাগ্যহত শ্রমিক শ্রেণি বাংলাদেশে সবচেয়ে নিগৃহীত, বঞ্চিত, অধিকারহারা। আর এই অধিকারহারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানোর সঙ্গে সঙ্গে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণির মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চাই। এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশ জুড়ে সফর করবে। সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।