Print Date & Time : 22 November 2025 Saturday 2:27 am

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের মধ্যে বৈঠকটি হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন। বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর এক যুগ পর গত বছরের সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে এবার সেখানে যান বিএনপিপ্রধান।

অনুষ্ঠানে যোগ দিতে বিকাল পৌনে ৪টার পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে ঢাকা সেনানিবাসের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন। তবে দুজনের মধ্যে আলাপের বিষয়বস্তু কী ছিল, তা জানাননি শায়রুল কবির খান।

এর আগে শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে সেনাকুঞ্জে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন।