নুরুন্নাহার চৌধুরী কলি : দেশের পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কার্যক্রম শুরুর জন্য লাইসেন্স পেয়েছে। এর মধ্য দিয়ে সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্র তৈরি হলো এই পাঁচ ব্যাংকের। তবে এজন্য গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার দরকার হবে। নতুন গঠিত ব্যাংকটির এটাই প্রধান লক্ষ্য হওয়ার উচিত বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সদ্য লাইসেন্স পাওয়া এই ব্যাংকটির চেয়ারম্যানও আস্থা ফেরানোর কথাই বললেন। গতকাল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া সাংবাদিকদের বলেন, ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনা করতে এরই মধ্যে কারিগরি দল কাজ করছে। মূল লক্ষ্য হবে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য, আইনকানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করার কাজ এগিয়ে নেয়া হবে।
এর আগে রোববার অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির অনুকূলে চূড়ান্ত লাইসেন্স ইস্যুর সিদ্ধান্ত হয়। তার আগে ব্যাংকটি প্রতিষ্ঠায় ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে জমা দেয় সরকার।
দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক হচ্ছে। ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় এটি হচ্ছে দেশের সবচেয়ে বড়ো মূলধনি ইসলামী ব্যাংক। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। নতুন ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, একীভূত ব্যাংকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে গ্রাহকের আস্থা ফেরানো। দীর্ঘদিন ধরে পাঁচ ব্যাংকের অনিয়ম, তারল্য সংকট ও পরিচালন দুর্বলতার কারণে গ্রাহকরা উদ্বিগ্ন ছিলেন। এখন নতুন কাঠামোর অধীনে ব্যাংকটি কীভাবে আর্থিক শৃঙ্খলা বজায় রাখে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নিয়ন্ত্রক সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা শেয়ার বিজকে জানান, নতুন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকের আমানত সুরক্ষায় বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর তদারকি অব্যাহত থাকবে।
অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা দেয়ার চেয়ে একীভূত করে শক্তিশালী ব্যাংক গঠন করা টেকসই সমাধান। এতে একটি বড় ইসলামী ব্যাংক এই খাতকে স্থিতিশীল করতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু হলে বাজারের তারল্যচাপ কমবে এবং ইসলামিক ব্যাংক খাতে একটি নতুন আস্থার পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আমানত নিরাপদ রাখতে এবং পরিষেবা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংক খাতের আস্থার ঘাটতি কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেয়ার কার্যক্রম শুরু হবে। উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্যও ধাপে ধাপে একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর গতকাল মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়েছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের ব্যাংক খাত পুনর্গঠন ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারের বড় পদক্ষেপ হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’কে দেখছেন সংশ্লিষ্টরা।
মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হলেও আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ উদ্যোগ ইসলামী ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে।
আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে।
প্রিন্ট করুন











Discussion about this post