শেয়ার বিজ ডেস্ক : অ্যাপল তাদের জনপ্রিয় আইফোন এয়ার মডেলের পরবর্তী সংস্করণ নির্ধারিত সময়ের আগেই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, দুর্বল বিক্রির কারণে ২০২৬ সালের শরতে প্রকাশের পরিকল্পনা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে অ্যাপল প্রথমবারের মতো আইফোন এয়ার বাজারে আনে, যা ছিল হালকা ও পাতলা নকশার একটি সংস্করণ। তবে এর ব্যাটারি ও ক্যামেরা সক্ষমতায় কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানিয়েছিলেন বিশ্লেষকেরা।
অ্যাপল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বাজার বিশ্লেষকদের মতে, আইফোন এয়ারের চাহিদা প্রত্যাশার তুলনায় অনেক কম।
চীনের বাজারে আইফোন এয়ার সম্প্রতি ই-সিম সেবার অনুমোদন পাওয়ার পর প্রি-অর্ডার চালু হয়েছিল। এই সংস্করণে কোনো ফিজিক্যাল সিম ট্রে নেই, শুধুমাত্র ই-সিম সংযোগেই চলবে।
দুর্বল বিক্রির এই ধারা এবং বাজারের প্রতিক্রিয়া বিবেচনা করেই অ্যাপল পরবর্তী সংস্করণ প্রকাশে বিলম্ব করছে বলে ধারণা করা হচ্ছে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post