নিজস্ব প্রতিবেদক : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রিমিয়ার ব্যাংক পিএলসি সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। সম্প্র্রতি এক অনুষ্ঠানে ব্যাংকটি হাসপাতালটিকে ১০ লাখ টাকার অনুদান প্রদান করে।
সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন সিলেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এম. এ. আহবাব, যুগ্ম সম্পাদক শ্রী শিবব্রত ভৌমিক চ›ন, হাসপাতাল উন্নয়ন উপ-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ টি এম জাফর আহম।
প্রিমিয়ার ব্যাংক শুরু থেকেই বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নিয়মিত অনুদান প্রদান করে আসছে। ব্যাংকটির পক্ষ েেক জানানো হয়, এই অনুদান সিলেট ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা অবকাঠামো ও রোগীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।