Print Date & Time : 2 August 2025 Saturday 9:39 am

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসন দাবিতে সড়ক অবরোধ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : লালপুর পৌষাপুকুর পাড় এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয়া হয়েছে মানববন্ধন থেকে। এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উভয় পাশে যানবাহন বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

গতকাল বুধবার সকালে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। পরে ফতুল্লা মডেল থানার ওসি ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন তাদের সমস্যার কথা শুনবেন এবং দ্রুতই তা সমাধানের জন্য কাজ করবেন।

এ সময় লালপুর পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা বলেন জলাবদ্ধতার কারণে মুসুল্লিরা নামাজ পরতে পারছে না, কর্মজীবীরা কাজে যেতে পারছেনা, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, নোংরা পানির কারনে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি দিয়েছি তারা এসে দেখেও গেছে কিন্ত আজো সমস্যার সমাধান করা হয়নি।

এ সময় বক্তব্য রাখেন, লালপুর-পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আ. বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মো. জনি, শামীম প্রমুখ।