Print Date & Time : 19 July 2025 Saturday 9:31 pm

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা

শেয়ার বিজ ডেস্ক : ফরিদপুরে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পথসভা শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পূর্বের সময়সীমা অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়। তবে এখনো কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছাননি।

বেলা ১১টা ৩০ মিনিটে সমাবেশ স্থানে গিয়ে দেখা যায়, মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা। তাদের মধ্যে দুই একজন উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দিচ্ছে। আর বাকিরা বসে আছেন মঞ্চে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এনসিপির পথসভায় যোগ দিতে এসেছেন হাসান আরিফ (২৯)। তিনি বলেন, আমি সকাল সাড়ে ১০টায় সমাবেশ স্থানে এসেছি। কেন্দ্রীয় নেতারা আমাদের উদ্দেশ্যে কী বলেন, তা জানতে এসেছি।

ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছেন না তিনি।ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ঘটনাস্থল আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি।

আরআর/