প্রতিনিধি, ফরিদপুর : পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবি প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্শেনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসের সহকারী নাহি ইসলাম ও তরিকুল ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জালগুলো বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৪, ৫ ও ৭ অনুযায়ী বিধি মোতাবেক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

Discussion about this post