Print Date & Time : 7 August 2025 Thursday 3:10 pm

ফিনিক্স ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২১ আগস্ট সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগের ঘোষণা অনুযায়ী, গত ১১ আগস্ট কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত কোম্পানিটির এজিএমের তারিখ পরিবর্তন করেছে।

তারিখ পরিবর্তন ছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আরআর/