শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ফ্রান্সসহ মোট ১৫টি দেশ ‘নিউ ইয়র্ক আহ্বান’ স্বাক্ষর করেছে। বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোট তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য পোস্ট করেছেন।
স্বাক্ষরকারী ১৫টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা বা ইতিবাচক বিবেচনা প্রকাশ করেছে। একইসাথে, তারা বিশ্বের যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদের এই আহ্বানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তারা হলেন: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেন।
এই সম্মিলিত আবেদনে “দ্বি-রাষ্ট্রীয় সমাধান”-এর প্রতি জোরালো সমর্থন জানানো হয়েছে। এছাড়াও, অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবি করা হয়েছে। বিবৃতিতে মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রচেষ্টার ওপরও জোর দেওয়া হয়েছে।
আরআর/

Discussion about this post