শেয়ার বিজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পুঁজিবাজার উচ্চে খোলে, কারণ ব্যবসায়ীরা বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সিদ্ধান্ত মূল্যায়ন করছিলেন। খবর- সিএনবিসি।
লন্ডনে গতকাল সকাল ৮টা ১৮ মিনিটে (ইটি সময় ভোর ৩টা ১৮ মিনিটে) প্যান-ইউরোপীয় স্টক্স ৬০০ সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে এবং অধিকাংশ সেক্টর ও প্রধান আঞ্চলিক পুঁজিবাজারগুলো ইতিবাচক অবস্থানে ছিল।
বৈশ্বিক বাজার ফেডের সিদ্ধান্ত মূল্যায়ন করছে যেখানে গত বুধবার রাতারাতি ঋণের মানদণ্ড সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।
ওয়াল স্ট্রিট যা ধারণা করেছিল তার চেয়ে কম মতবিরোধ দেখা যায় ১১-১ ভোটে; ফেডারেল ওপেন মার্কেট কমিটি রাতারাতি ঋণ তহবিলের হার ৪ দশমিক শূন্য শতাংশ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ সীমার মধ্যে নির্ধারণ করে।
সিদ্ধান্তের পর এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বিনিয়োগকারীদের সেই আশাকে কমিয়ে দেন যে কেন্দ্রীয় ব্যাংক এ বছর দীর্ঘমেয়াদি সুদহার কমানোর পথে যাবে। তিনি সর্বশেষ এই কাটছাঁটকে ‘ঝুঁকি ব্যবস্থাপনা’ হিসেবে বর্ণনা করেন।
নীতিনির্ধারকরা এ বছর আরও দুবার সুদহার কমানোর পূর্বাভাস দিচ্ছেন, তবে ২০২৬ সালে মাত্র একবার। অন্যদিকে ব্যবসায়ীরা আগামী বছরে আরও দুই থেকে তিনবার কমার হিসাব ধরে রেখেছেন।
ফেডের আপডেটের পর ইউরোপীয় ব্যাংকিং শেয়ারের দাম বেড়েছে। শুরুর লেনদেনে ইউরো স্টক্স ব্যাংকস সূচক শূন্য দশমিক ৯ দশমিক বেড়েছে। সান্তান্দের, ডয়েচে ব্যাংক ও মন্টে দেই পাসকি সবগুলো প্রায় ২ শতাংশ করে যোগ করেছে।
স্টক্স ৬০০ সূচককে ওপরে তুলতে সহায়তা করা শেয়ারের মধ্যে ছিল নোভো নরডিস্ক, যা ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সাম্প্র্রতিক এক আপডেটে ডেনিশ ওষুধ নির্মাতা জায়ান্ট জানায়, তাদের ওয়েগোভি স্থূলতা প্রতিরোধী ওষুধের পরীক্ষায় অংশগ্রহণকারীরা ‘উল্লেখযোগ্য’ ওজন কমিয়েছে।
এশিয়া-প্যাসিফিক বাজারগুলো রাতভর মিশ্র অবস্থায় লেনদেন করেছে। জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক গতকাল বৃহস্পতিবার ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে নতুন রেকর্ড ছুঁয়েছে, যেখানে রিয়েল এস্টেট ও প্রযুক্তি সেক্টরের উত্থান নেতৃত্ব দিয়েছে।
ইউরোপে, ব্যাংক অব ইংল্যান্ড গতকাল বৃহস্পতিবার তাদের সর্বশেষ সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রেখে চার শতাংশ এ বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।