শেয়ার বিজ ডেস্ক : ফেনী-নোয়াখালী সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
আজ শুক্রবার (২৫ জুলাই) ভোরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও একরাম হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগতির বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। একরামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একরাম হোসেনও মারা যান।
নিহতের জেঠাতো ভাই মো. সুজন বলেন, আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করতেন মোশারফ। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পরে যায়। আলভী এন্টারপ্রাইজের মালিক তাকে খবর দেন সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করতে। রাত ৩টার দিকে তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যান। গাড়িটি তুলে রাস্তার পাশে দাঁড় করান। এ সময় মোশারফ পেছনে চাকার জোগান দিতে যান। হঠাৎ পেছন থেকে নোয়াখালীগামী লাল সবুজ নামের একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
ফেনী মহিপাল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। একরামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। বাস ও ঘাতক গাড়ি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরআর/

Discussion about this post