প্রতিনিধি, ফেনী : ফেনীর মাইজদী সড়কের তেমুহনী এলাকায় ভয়াবহ আগুনে একটি ফোম কারখানা পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার সময় কারখানার কার্যক্রম বন্ধ থাকায় প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তারা সকাল ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও নেভানোর কাজে অংশ নেন।
স্থানীয়রা জানান, ‘আজ শুক্রবার সকালে এলাকার মানুষজন ‘মদিনা ফোম’ নামের ওই কারখানায় আগুনের শিখা ও ধোঁয়া দেখেন। পরে জাতীয় জরুরি নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার মালিকের কয়েকে কোটি টাকার ক্ষতি হয়েছে।’
মদিনা ফোমের মালিক প্রবাসফেরত রহিম উল্লাহ চৌধুরী বলেন, ‘আগুনে আমার প্রবাসজীবনের সব পুঁজি পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাংক লোন, মহাজনের দেনাসহ অন্যন্য ঋণ কীভাবে শোধ করবো। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’
তিনি জানান, ২০২২ সালেও আগুনে ফ্যাক্টরিটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। দ্বিতীয় দফায় আবারও সব হারিয়ে তিনি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত ফোমসহ সবকিছুই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ঘটনার পর ফেনী ব্যবসায়ী সমিতির নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ী সমিতির নেতারা সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কারখানা মালিক রহিম উল্লাহ চৌধুরীকে সহায়তার দাবি জানান।
ফেনী সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা বলেন, ‘মদিনা ফোম’
কারখানার ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কারখানামালিককে সহায়তার ব্যবস্থা করা হবে।
প্রিন্ট করুন






Discussion about this post