নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২৪ পয়সা করে কমিয়েছে সরকার। সেপ্টেম্বর মাসের এলপিজির দাম ঘোষণা করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে দেখা যায়, চলতি মাসে প্রতিকেজি এলপিজির দাম ধরা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা, যা আগের মাসে ছিল ১০৬ টাকা ১১ পয়সা। আগের মতো এ মাসেও সৌদি আরামকো ঘোষিত এলপিজির কাঁচামালের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সে হিসেবে ৩৫ অনুপাত ৬৫ হারে প্রোপেন ও বিউটেনের গড় মূল্য দাঁড়াচ্ছে প্রতি টন ৫০০ দশমিক ৫০ ডলার।
নতুন দর অনুযায়ী, সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য পড়বে এক হাজার ২৭০ টাকা, যা আগের মাসে এক হাজার ২৭৩ টাকা ছিল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। একই হারে ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৮৮ টাকা, ২০ কেজি ২ হাজার ১১৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৪৭ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৭০৫ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে ৪ হাজার ৭৬৪ টাকা।
সেপ্টেম্বর মাসে বাসাবাড়ির জন্য সরবরাহ করা রেটিকুলেটেড এলএনজির দাম পড়বে প্রতিকেজি ১০২ টাকা ১২ পয়সা। আর অটোগ্যাস বা এলপিজির দাম ধরা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা।

Discussion about this post