Print Date & Time : 16 July 2025 Wednesday 6:25 pm

ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সব চিহ্ন উপড়ে ফেলতে হবে

প্রতিনিধি, ফরিদপুর : ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে, নিষিদ্ধ সংগঠনের যেসব অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জুলাই

শহিদদের প্রতি অবমাননা করা হবে।

তিনি গতকাল মঙ্গলবার ফরিদপুর পুলিশ লাইনে বিশেষ কল্যাণসভা ও জুলাই আন্দোলনের নিহতদের স্মরণসভায় এ কথা বলেন।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনী সদস্যদের কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যি কোন অপরাধ পরিলক্ষিত হয় তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনো রকম অর্থনৈতিক অনিয়ম-দুর্নীতি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। আমি শুনতে চাই না কোনো সেবা গ্রহীতা থানায় এসে হয়রানির শিকার হয়েছে। পরে তিনি জুলাই শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন এবং পুলিশের মাল্টিপারপাস হল উদ্বোধন করেন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর পুলিশ সার্কেলের আজমির হোসেন, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।