নিজস্ব প্রতিবেদক : বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির নামে তৈরি পোশাক খাতে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা শুল্ককর ফাঁকির প্রমাণ পেয়েছে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড কেওয়া বাজার এলাকায় অবস্থিত মেসার্স নেত্রকোনা অ্যাকসেসরিজ লিমিটেড।
সাম্প্র্রতিক ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের অভিযানে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় ৬৬০ মেট্রিক টন কাঁচামাল আমদানির প্রমাণ পাওয়া যায়। যেখানে পণ্য তৈরি না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করে দেয়া হয় বলে জানা গেছে।
ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেট অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা অ্যাকসেসরিজ লিমিটেড বন্ড সুবিধা বা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে তথ্য পায় বন্ড কর্মকর্তারা। এরই ভিত্তিতে বৃহস্পতিবার বন্ড ঢাকা উত্তর কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউজে অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, গার্মেন্টস ও তৈরি পোশাক (নিট) কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) ইস্যু হয়েছিল চলতি বছরের ২০ জুলাই। যার আওতায় আমদানি করা কাঁচামাল শুধু রপ্তানিমুখী পণ্যে ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি এসব কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে।
প্রাথমিকভাবে দেখা গেছে, ৬৬০ মেট্রিক টন বন্ড সুবিধার কাঁচামাল অপসারণ করা হয়েছে। যাতে শুল্ককরের পরিমাণ প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, শুল্ককর ফাঁকি দিতে এসব কাঁচামাল অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে দেয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। শিগগিরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Discussion about this post