আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ডিপো সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। ডিপো সার্ভিস না থাকলে বিদেশ থেকে আসা পণ্য সঠিক সময়ে সহজ উপায়ে খালাস করা দুরূহ। সেই ডিপোগুলোয় যদি দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান মূলধারাকে থমকে দেয়, তাহলে এর প্রভাব একটা উপায়ে অর্থনীতিতে এসে পড়ে। এ রকম একটি বিষয়ে ট্যারিফ নিয়ে সৃষ্টি হওয়া সংকট না ভাবিয়ে পারে না।
দৈনিক শেয়ার বিজে প্রকাশিত এক সংবাদে এক ব্যবসায়ীর বক্তব্যে বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তবে তারা এখন শুল্ক বাড়াতে চাচ্ছেন। সেই ট্যারিফের সমতুল্য সার্ভিস আমরা পাচ্ছি কি না আগে ভাবতে হবে। আপনারা সার্ভিস উন্নত করবেন না, কিন্তু ট্যারিফ বাড়াবেন, এটা সঠিক নয়।
আরেকটি কথা, অনেক সময় পণ্যবাহী ট্রাক অনেক দিন অপেক্ষায় থাকে। বিশেষ করে বিভিন্ন ছুটির সময়। এর বাইরেও অনেক সময় তিন-চার দিন ধরে অপেক্ষা করতে হয় পণ্য খালাসে। এ বিষয়গুলো বড় ধরনের সংকট তৈরি করে রাখে।
চট্টগ্রামে ১৯ ডিপো রয়েছে। এর মধ্যে শীর্ষ পাঁচটি ডিপো মালিক এ খাতে বড় ধরনের বিনিয়োগ করেছেন। এতে আমদানি-রপ্তানি আগের চেয়ে সহজ হয়েছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন রয়েই যায়।
প্রশ্ন হলো, এই বিষয়টি সমন্বয় করতে একটি ট্যারিফ কমিটি ২০১৬ সালে গঠন করা হয়। কমিটির সদস্যরা ঠিকমতো বসেন না। কোনো আলোচনাও হয় না। কারণ সেখানে অনেক স্টেকহোল্ডার আছে। মূল কথা হলো, সেই ১৯১৬ সালের পর দীর্ঘ সময়ে সার্ভিস চার্জের যেমন যৌক্তিক বৃদ্ধির দাবি রাখে, তেমনই সেবার মানও উন্নত করার দাবি রাখে।
দুটি পক্ষ—একটি পক্ষ ডিপো সার্ভিস দেবে নিয়মনীতি মেনে, আরেকটি পক্ষ সার্ভিস নেবে একই নিয়মকে সম্মান করে। এর মাঝে যদি কোনো পক্ষ অনৈতিকভাবে আর্থিক সুবিধার জন্য কৌশল অবলম্বন করে, তাহলে বিপরীত পক্ষ নিশ্চয় এটা সহজভাবে নেবে না।
ট্যারিফ বাড়ানো বা কমানো নিয়ে যত কথা আছে, তার চেয়ে বড় কথা হলো, যারা স্টেকহোল্ডার রয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করা উচিত।
মোটকথা, পণ্য খালাসকে সহজ ব্যবস্থাপনা দিতে যে পদ্ধতির প্রচলন করা হয়েছে, সেটাকে স্বাভাবিক গতি দিয়ে অর্থনীতির স্বার্থে আরো অগ্রসর করতে হবে। তা না হলে মূল লক্ষ্যই ব্যাহত হবে।
আমরা মনে করি, অংশীজনদের নিয়ে ম্যান টু ম্যান সমন্বয় করা উচিত। এছাড়া যারা সর্ববৃহৎ স্টেকহোল্ডার, তাদের রেখে, তাদের সঙ্গে কথা বলে ট্যারিফ কার্যকর করা উচিত। ডিপো যারা করেছেন, তারা এই সার্ভিসের সহযোগী হতেই এ খাতে বিনিয়োগ করেছেন। ফলে তাদেরও সহযোগিতা করা উচিত। তাহলেই বিষয়টি সবার জন্য সহজ হবে।
প্রিন্ট করুন







Discussion about this post