প্রতিনিধি, বরগুনা : বরগুনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শিরিন সুলতানা (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বরগুনা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এ বি এম রুহুল আমিনের স্ত্রী ও ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, কয়েকদিন আগে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শিরিন সুলতানাসহ এ পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গুতে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন বরগুনা সদর, চারজন বেতাগী এবং তিনজন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে চিকিৎসা ব্যবস্থাও চাপে পড়বে। তিনি স্থানীয়দের সচেতন হয়ে পরি®ড়ার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।