নিজস্ব প্রতিবেদক : বরেণ্য সাংবাদিক দি নিউজ টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাডভাইজর সোহেল মঞ্জুর গতকাল সোমবার ভোর ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাকে রংপুরের নিজ বাড়িতে দাফন করা হবে।
=তার মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু ও ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে বরেণ্য সাংবাদিক সোহেল মঞ্জুরের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোও গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।