শেয়ার বিজ ডেস্ক : ব্র্যাক ব্যাংক বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন একটি উপশাখা চালু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ৯ নভেম্বর ২০২৫ তারিখে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, জে সি এক্স টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড অ্যান্ড হেড অব সাব-ব্রাঞ্চেস বোরহান উদ্দীন এবং ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বসুন্ধরা ঢাকার ক্রমবর্ধমান আবাসিক এলাকাগুলোর একটি, যেখানে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কর্পোরেট অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে উপশাখা নেটওয়ার্ক চালু করেছে। নতুন উপশাখাটি বিস্তৃত পরিসরে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করবে, যা একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে।
এখানে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও বহু সেবা নিতে পারবেন। তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।
৩০২টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়নে অগ্রাধিকার দেয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ব্র্যাক ব্যাংক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়।
৩০২টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১০ হাজারেরও বেশি কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল উভয় সেগমেন্টে সেবা প্রদান করছে। দৃঢ় আর্থিক পারফরম্যান্সের মাধ্যমে ব্যাংকটি এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে।
বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক গত ২৪ বছরে দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post