নিজস্ব প্রতিবেদক: ‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’—এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২৬।
গত শনিবার কক্সবাজারের সীগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স এবং বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অব সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অব সেলস এনামুল ইসলাম।
এছাড়াও সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেলস প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে বিগত সময়ের সাফল্য ও অর্জন পর্যালোচনা করা হয়। পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ, ভবিষ্যৎ কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই বিক্রয় প্রতিনিধি সম্মেলন আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি করপোরেট সেলস কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রিন্ট করুন









Discussion about this post