নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি পর্যবেক্ষণের কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলা নিয়ে অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনটি কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এসব কারণের একটি হলো বিশ্বকাপ দলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।
আসিফ নজরুল বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতে বলা হয়েছে, এক—বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকে; দুই—বাংলাদেশ দলের সমর্থকেরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করে; এবং তিন—ভারতে নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’
তিনি আরও বলেন, ‘এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আইসিসি যদি মনে করে, আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়বো, সমর্থকেরা জাতীয় জার্সি পরতে পারবে না, কিংবা ক্রিকেট খেলানোর জন্য বাংলাদেশের নির্বাচন পেছানো হবে—তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক প্রত্যাশা আর কিছু হতে পারে না।’
ভারতে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারতে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত ১৬ মাস ধরে চলমান বাংলাদেশবিরোধী ক্যাম্পেইনের প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিই তার সবচেয়ে বড় প্রমাণ।’
তিনি বলেন, ক্রিকেট খেলার ওপর কারো একচেটিয়া অধিকার থাকতে পারে না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া উচিত নয়। “আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের ইচ্ছার ওপর নির্ভরশীল না হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ শ্রীলঙ্কায় দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনোভাবেই নতি স্বীকার করবো না।”
বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘কলকাতার পরিবর্তে শ্রীলঙ্কায় হলে আমাদের কোনো আপত্তি নেই। সংবাদমাধ্যমে দেখেছি—পাকিস্তান নাকি আয়োজনের প্রস্তাব দিয়েছে, সেখানেও সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে। কিন্তু যেখানে আমাদের দলের একজন খেলোয়াড়ের নিরাপদে খেলার পরিবেশ নেই, সেখানে আমরা খেলতে পারি না।’
তিনি আরও বলেন, ‘যখন ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করে বলে, অমুক খেলোয়াড়কে খেলানো যাবে না—এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে যে সেখানে নিরাপদ পরিবেশ নেই? আইসিসির সিকিউরিটি টিমের চিঠির একটি কপি আমরা সংবাদমাধ্যমকে দেবো। এটা স্পষ্টভাবে প্রমাণ করে, ভারতের কোনো জায়গাতেই বাংলাদেশের খেলার পরিবেশ নেই।’
প্রিন্ট করুন











Discussion about this post