শেয়ার বিজ ডেস্ক : এমিরেটস এয়ারলাইন বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার হিসেবে তালাল আল গারগাওয়িকে নিয়োগ প্রদান করেছে। ১ আগস্ট থেকে এই নিয়োগ কার্যকর হবে। কান্ট্রি ম্যানেজার হিসেবে তালাল বাংলাদেশে এমিরেটসের পরিচালন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি শ্রীলংকা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
এমিরেটসের গ্লোবাল ম্যানেজমেন্ট রোটেশনের অংশ হিসেবে পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নেতৃস্থানীয় পদে বেশকিছু পালাবদল করা হয়েছে। এর লক্ষ্য হলো, এতদঞ্চলে এয়ারলাইনটির বানিজ্যিক লক্ষ্য পূরণে সহায়তা করা।
তালাল বাংলাদেশে তার নতুন দায়িত্ব পালনকালে এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন্স)- পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চল- এর কাছে রিপোর্ট করবেন। বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে এমিরেটস। খুব শীঘ্রই এয়ারলাইনটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর ৩৯ বছর পূর্তি উদযাপন করবে।
এমিরেটসে তালালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে উল্লখযোগ্য হল- কমার্শিয়াল সাপোর্ট ম্যানেজার-কম্বোডিয়া, ২০১৯ থেকে ম্যানেজার-কম্বোডিয়া, ডিস্ট্রিকট ম্যানেজার-দাহরান এবং পূর্ব সৌদী আরব এবং ২০২২ থেকে ম্যানেজার-জিম্বাবুয়ে।
১৯৮৬ সাল থেকে এমিরেটস বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে সপ্তাহে ২১টি এমিরেটস ফ্লাইট চলাচল করছে। বাংলাদেশ থেকে এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। বাংলাদেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের অঙ্গীকারের অংশ হিসেবে দেশটিতে ‘প্রথম শ্রেণী’ সেবা অফারকারী এমনাত্র আন্তর্জাতিক এয়ারলাইন।
আরআর/

Discussion about this post