Print Date & Time : 19 July 2025 Saturday 5:05 pm

বাংলাদেশ কমার্স ব্যাংক ও বিকাশের চুক্তি রেমিট্যান্স সেবায়

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মধ্যে রেমিট্যান্স সেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিকাশের পক্ষে আলি আহাম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। এ ছাড়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, বিকাশের রেমিট্যান্স ও ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল আহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বাংলাদেশ কমার্স ব্যাংক নিজস্ব গ্রাহক ছাড়াও বিকাশ ও অন্যান্য ব্যাংকের গ্রাহকদের সরাসরি রেমিট্যান্স সেবা দিতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবা উন্নয়ন ও টেকসই ডিজিটাল লেনদেন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।