প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দিন-দুপুরে নিজ ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে হাজী আব্দুস সত্তার হাওলাদার নামে এক বৃদ্ধকে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সত্তার হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আব্দুস সত্তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কে বা কারা তার ঘরের দরজার কড়া নাড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মুখে দাঁড়িওয়ালা এক পাঞ্জাবি পরিহিত ব্যক্তি ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, সব কিছু এত দ্রুত ঘটেছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারী পালিয়ে যায়।