Print Date & Time : 18 July 2025 Friday 4:55 am

বাজারে গণশৌচাগার নির্মাণ বন্ধে মানববন্ধন

প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ঘোগাদহ বাজারের ভেতরে পরিবেশ নষ্ট করে গণশৌচাগার নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঘোগাদহ বাজারের এই মানববন্ধন করেন সাধারণ ব্যবসায়ীরা। এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল ওয়াব খন্দকার, জিয়াউর রহমান সরকার, হাবিবুর রহমান মিঠু, আবদুল বারেক, আইনুল হক, ফারুক হোসেন, আব্দুর রহিম, ওয়াছিম আলী প্রমুখ।

বক্তারা বলেন, ঘোগাদহ বাজার একটি পুরোনো বাজার। আমরা দীর্ঘ সময় ধরে এই বাজারে শান্তিতে ব্যবসা করে আসছি। সম্প্রতি বাজারের ভেতরে দুটি গণশৌচাগার নির্মাণ শুরু হয়েছে। এর কাজ শেষ করা হলে বাজারের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হবে। দুর্গন্ধে ব্যবসায়ীরা অসস্তিতে পড়বে। অপরদিকে শৌচাগারের দুপাশ দিয়ে দুটি বড় টিনশেড মার্কেট আছে, যা পুরোপুরি অকেজো হয়ে যাবে। তাই আমরা শৌচাগারের নির্মাণকাজ বন্ধ করে বাজারের পেছনে যথাস্থানে শৌচাগার নির্মাণের সুপারিশ করছি।