প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙাঝিরি এলাকায় সশস্ত্র মুখোশধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরিহিত সশস্ত্র একটি দল রাঙাঝিরি এলাকার একটি বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং দ্রুত শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। অপহƒত শিশুর নাম বাপ্পি। সে সৌদি প্রবাসী সাবুল কাদের ও শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।
অপহƒতের পরিবার জানায়, অপহরণকারীরা বাংলা ভাষায় কথা বলছিল এবং তাদের আচরণে মনে হয়েছে তারা সবাই বাঙালি। ঘটনার পরপরই পরিবারটি নাইক্ষ্যংছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জোর দাবি জানাই।’
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘শিশু অপহরণের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

Print Date & Time : 2 August 2025 Saturday 10:08 am
বান্দরবানে ৭ বছরের শিশু অপহরণ
পত্রিকা,সারা বাংলা ♦ প্রকাশ: