শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ারের শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা গোলাম রব্বানী চৌধুরী কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি।
অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান-এমডি পদে রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। সর্বশেষ চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫ দশমিক ৭৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।
আরআর/

Discussion about this post