নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিযুক্ত হয়েছেন ড. মো. এজাজুল ইসলাম। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে মুদ্রানীতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে মুদ্রা ও সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে মুদ্রানীতি ও রাজস্ব নীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিআইবিএমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ড. এজাজুল ইসলাম মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে নেতৃত্ব দেন এবং ইন্টারেস্ট রেট করিডর চালু, তারল্য ব্যবস্থাপনা ও মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ড. এজাজুল ইসলাম দেশি-বিদেশি বিখ্যাত জার্নালে অর্থ, ঋণ, বিনিময় হার, ব্যাংকিং, সুদের হারসহ আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে ৩৫টিরও বেশি প্রবন্ধ প্রকাশ করেছেন।
ড. এজাজুল ইসলাম মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল, ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন। ব্যাংকিং ও আর্থিক খাতে দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে বিআইবিএমের কার্যক্রম আরও জোরদারে ড. ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।
তিনি পেশাগত জীবনে ইংল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তানে উচ্চ মানসম্পন্ন আলোচনায় বিদেশি খ্যাতনামা প্রতিনিধিদের সঙ্গে সেমিনার, কর্মশালা ও আলোচনায় অংশ নেন। এছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউএনডিপির ফাইন্যান্সিয়াল ইনক্লুশন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অর্থনীতি বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
