নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এদিন সকালেই বনানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান খান, শেরেবাংলা থানা কমিটির সহ-সভাপতি এসএম কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুস সালাম মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, মো. খলিলুর রহমান গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদকসহ জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক এবং জনগণের অধিকার আদায়ের প্রতীক। তাঁর আদর্শই আজও আমাদের পথ দেখাচ্ছে।’
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, দূরদর্শিতা ও ত্যাগের কথা স্মরণ করে বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Discussion about this post