Print Date & Time : 21 July 2025 Monday 12:45 pm

বিএনপি জামায়াতে ইসলামীর অনেক দায় নিয়েছে:সালাউদ্দিন টুকু

প্রতিনিধি, টাঙ্গাইল : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন জামায়াতকে, রাজাকারদের সঙ্গে রাখছে। গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

ঐক্যবদ্ধভাবে এই শেটিকে গড়ে তোলার জন্য ফ্যাসিবা বিরোধী আন্দোলনে যারাই অংশ নিয়েছে এবং সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শহিদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।