শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্ম মনির হোসেন হাওলাদার।
তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি সংস্থাটির যুগ্ম পরিচালকের দায়িত্ব পালন করছেন।
গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।