Print Date & Time : 16 January 2026 Friday 3:17 am

বিএসইসি সভাকক্ষে গণভোট–২০২৬ বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর সভাকক্ষে আজ সকালে “গণভোট–২০২৬ এর জনসচেতনতা বৃদ্ধি এবং অফিস ব্যবস্থাপনা” শীর্ষক একটি ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল সেশন পরিচালনা করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. কামাল বিল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বিএসটিআই এবং অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক (অর্থ) মোঃ ওসমান গনি, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন এবং পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মোঃ বেলাল হোসেন।

প্রশিক্ষণে বিএসইসির ৯ম গ্রেড থেকে তদূর্ধ্ব সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। পাশাপাশি পিআইএল, এনটিএল, বিবিএফএল, এবিএল ও ঢাকা স্টীলের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সরাসরি উপস্থিত ছিলেন। ঢাকা ও চট্টগ্রামস্থ বিএসইসির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণে সংযুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব গণভোটের ইতিহাস, প্রয়োজনীয়তা, সাংবিধানিক গুরুত্ব এবং সঠিক নিয়মে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর সফল বাস্তবায়নের জন্য দেশের সকল স্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।’

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন যে, আজকের এই প্রশিক্ষণ গণভোট–২০২৬ সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে বাস্তবধর্মী ধারণা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে এবং গণভোট–২০২৬ সফলভাবে বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।