নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৫ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এদিন বাজারে লেনদেনের পরিমাণ ৫৭৩ কোটি টাকার হয়। সূচক ও লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী থাকায় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।
দিনভর লেনদেনে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে ব্যাপক চাহিদা থাকলেও, বিক্রেতার সংকট দেখা দেয়। এতে একপর্যায়ে এসব কোম্পানির শেয়ার স্বয়ংক্রিয়ভাবে হল্টেড (লেনদেন স্থগিত) হয়ে যায়।
ডিএসইর তথ্যমতে, বিক্রেতা সংকটে লেনদেন স্থগিত হওয়া ১১টি কোম্পানি হলোÑরিজেন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও পিপলস লিজিং।
দিনশেষে সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৩০ পয়সায়। সারাদিনে ১ লাখ ৯৮ হাজার ৬৫০টি শেয়ার ৬ লাখ ৫৩ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি পায় রূপালী ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সায়। দিনভর ৩৮ লাখ ২৩ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকায়।
তৃতীয় অবস্থানে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০ টাকা ৯০ পয়সায়। মোট লেনদেন হয় ২৭ লাখ ১১ হাজার ৯১৮টি শেয়ার, যার বাজারদর ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকা।
রহিম টেক্সটাইলের ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ, এবি ব্যাংকের ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, এক্সিম ব্যাংকের ৫০ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৯ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ২০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, এসব শেয়ারের দর একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এবং বিক্রি করার মতো কেউ ছিল না। তাই শেয়ারগুলো সাময়িকভাবে স্থগিত হয়েছে। তারা আরও বলছেন, বাজারে এখন চাঙ্গাভাব চলছে এবং বিনিয়োগকারীরা শেয়ার কিনতে আগ্রহী হলেও বিক্রেতা কম।

Discussion about this post