বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)- এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু পঞ্চম মেয়াদের জন্য পুনরায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।
তিনি ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে যোগদান করেন এবং দুই বছর পর চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইন-চার্জ হিসেবে বদলি হন।
পদোন্নতি লাভের পর ২০০৯ সালে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়। ২০১৩ সালের ১ আগস্ট তিনি ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Discussion about this post