বাংলাদেশের বৃহত্তম কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার ভেন্যু চালু করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিটোপিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড।
পরীক্ষার কেন্দ্রে বিদ্যমান সুযোগ-সুবিধা পরীক্ষার্থীদের কাছে বেশ গুরুত্ব বহন করে। পরীক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এই অত্যাধুনিক ভেন্যুটি ডিজাইন করা হয়েছে। এই কেন্দ্রে একসাথে ১৫০ জনেরও বেশি প্রার্থী পরীক্ষা দিতে পারবে। এই ভেন্যু আইসিটি ব্যবহারিক, আইইএলটিএস এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় ও পেশাদার পরীক্ষার জন্যও উপযুক্ত।
নতুন এই ভেন্যু প্রসঙ্গে বিটোপিয়া গ্রুপের বিডিকলিং আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মনির হোসেন বলেন, “বিডিকলিং- এ আমরা সীমাহীন সম্ভাবনা বাস্তবায়নে বিশ্বাস করি। আমরা আশা করি যে, ব্রিটিশ কাউন্সিল আমাদের এই উদ্ভাবন ও বিকাশ-কেন্দ্রিক মানসিকতার সাথে একাত্মতা প্রকাশ করে, একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করবে। পরীক্ষার্থীদের জন্য এমন একটি উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ভেন্যু চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান বলেন, “বিডিকলিং আইটি লিমিটেডের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে। এই ভেন্যুটি সত্যিই অনন্য; কারণ এটি অত্যাধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি উচ্চমান বজায় রাখার মাধ্যমে শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিডিকলিং আইটি লিমিটেডের পক্ষ থেকে এর সিইও মোহাম্মদ মনির হোসেন; চেয়ারম্যান সাবিনা আক্তার; এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান; এবং এক্সাম অপারেশনস ডিরেক্টর জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া, বিডিকলিং অ্যাকাডেমি’র জিএম রনি চৌধুরী এবং এজিএম রনি সাহাও উপস্থিত ছিলেন।

Discussion about this post