Print Date & Time : 20 August 2025 Wednesday 12:07 pm

বিদায়ী অর্থবছরে রপ্তানি ৪৮ বিলিয়ন ডলার

শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের জুন মাসে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। তবে পুরো অর্থবছর মিলিয়ে বাংলাদেশে রপ্তানি আয় সাড়ে ৮ শতাংশ বেড়েছে।

আজ বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪–জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমে গেছে। তবে পুরো অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে, যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন অনুযায়ী, মে মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।