নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠান দুটি।
রোববার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশব্যাপী বিরাজমান প্রকট শৈত্যপ্রবাহে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে বাপবিবো এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয়ে একটি বিশেষ ‘কম্বল বিতরণ কর্মসূচি’ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা শৈত্যপ্রবাহে জনজীবন যখন প্রায় স্থবির হয়ে পড়েছে, তখন বিদ্যুৎ সরবরাহ সচল রাখার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং দেশের পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাপবিবো ও ক্রীসকপ-এর এই উদ্যোগকে সাধারণ গ্রাহক ও স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং মানবিক দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেছেন।
প্রিন্ট করুন








Discussion about this post