Print Date & Time : 11 September 2025 Thursday 4:06 am

বিনিয়োগবান্ধব ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত প্রথমবারের মতো ‘বার্ষিক আর্থিক সম্মেলন ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী (৭ থেকে ৮ জুলাই) এ সম্মেলন রাজধানীর বেপজা নির্বাহী দপ্তরে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বেপজার আর্থিক ব্যবস্থাপনা, চ্যালেঞ্জ, অর্জন, উদ্ভাবনী কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক। সম্মেলনে বেপজাকে একটি বিনিয়োগবান্ধব, আর্থিকভাবে সুদৃঢ় ও গতিশীল সংস্থা হিসেবে গড়ে তোলার সম্ভাব্য কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথম দিনে বেপজাধীন ৮টি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের হিসাব বিভাগের প্রধান মাঠপর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এরপর বেপজার প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা তোফাজ্জল হোসেন ‘বেপজার আর্থিক সক্ষমতা ও চ্যালেঞ্জ’ বিষয়ে উপস্থাপনা দেন। নির্বাহী পরিচালক (নিরীক্ষা) খন্দকার তারিকুল ইসলাম ‘অডিট উদ্দেশ্য ও ভবিষ্যৎ কৌশল’ নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরীর অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনা। তিনি প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি এবং সাংবিধানিক বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় দিনে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক ‘বেপজার ভবিষ্যৎ অর্থনৈতিক পথপরিক্রমা ও কৌশলগত বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনায় বেপজার আর্থিক কাঠামো শক্তিশালীকরণের নানা দিক তুলে ধরেন।

এদিন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ‘কর-জিডিপি অনুপাত এবং বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘কর-জিডিপি অনুপাত বৃদ্ধির মাধ্যমে দেশের বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারিত হবে।’ তিনি ব্যবসা সহজীকরণে এনবিআরের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, ‘এই সম্মেলনে উত্থাপিত বিষয়গুলো ও প্রাপ্ত সুপারিশগুলো বেপজার নীতিমালা ও বাজেট কাঠামোকে আরও সুসংহত করবে। পাশাপাশি একটি আধুনিক, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পথ সুগম করবে।’

সম্মেলনে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর, সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেনসহ বেপজার নির্বাহী দপ্তর ও বিভিন্ন জোনের নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।