Print Date & Time : 20 November 2025 Thursday 3:22 am

বিভাগীয় তদন্তের মুখে ঢাবি শিক্ষক, সব দায়িত্ব থেকে অব্যাহতি

শেয়ার বিজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া রাসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু ও সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তাকে গ্রেফতারের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যেই বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ইতোমধ্যেই মতামত গ্রহণ করা হয়েছে। বিষয়টি অধিকতর খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন সেলের কাছে প্রেরণ করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

এস এস/