Print Date & Time : 2 August 2025 Saturday 10:00 am

বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বরের বাবার মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। গতকাল বুধবার উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ওসি কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিতে হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।