Print Date & Time : 5 July 2025 Saturday 3:21 am

বিশ্বজুড়ে ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

শেয়ার বিজ ডেস্ক : বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট জানিয়েছে, তারা তাদের মোট জনবলের প্রায় চার শতাংশ হ্রাস করছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা স্তর কমিয়ে আনতে এবং নতুন প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। বুধবার (২ জুলাই) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেন, ‘বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে সাফল্যের জন্য কোম্পানি ও বিভিন্ন টিমকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন চালিয়ে যাচ্ছি।’

২০২৪ সালের জুন পর্যন্ত মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। তবে, প্রায় ৯ হাজার কর্মী এবার ছাঁটাইয়ের শিকার হতে পারেন।

চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করেছিল।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিকে সব পণ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে মাইক্রোসফট বলেছে, তারা চায় কর্মীরা যেন প্রযুক্তির সহায়তায় আরও অর্থবহ কাজে সময় ব্যয় করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে ভালো সময়েও আমরা আমাদের ব্যবসার কৌশলগত প্রয়োজন অনুযায়ী কর্মীবিন্যাসে পরিবর্তন এনেছি।’

এ বছর মাইক্রোসফট তাদের প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর যখন প্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় উঠে, তখন মাইক্রোসফটই প্রথম বড় প্রযুক্তি কোম্পানাগুলোর মধ্যে এআইয়ে সর্বোচ্চ বিনিয়োগ করে।