শেয়ার বিজ ডেস্ক : বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে ফেডারেল সুদের হার কমার প্রত্যাশায় বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে মূল্যবান এই ধাতুটির দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ১২টা ৩২ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৫ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হতে যাওয়া মার্কিন চাকরি প্রতিবেদনের দিকে গভীরভাবে নজর রাখছে বিনিয়োগকারীরা, কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
রয়টার্স জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টির প্রত্যাশা করছেন বেশিরভাগ অর্থনীতিবিদ। এতে আরেকবার স্বর্ণের দাম রেকর্ড করতে পারে বলে আশা করছেন তারা।
এফএক্সটিএমের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওটুনুগা বলেন, ‘আগের সেশনে স্বর্ণের দাম মনস্তাত্ত্বিক সীমা চার হাজার ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর পর বাজারে সতর্কতার মধ্যেও আজ স্বর্ণ কিছুটা ঝলমল (উত্থান) করছে।’
তিনি আরও বলেন, ‘যদি নতুন অর্থনৈতিক তথ্য সুদের হার কমানোর পক্ষে যায়, তাহলে স্বর্ণের দাম ৪ হাজার ১৩০ থেকে ৪ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে ফেড কর্মকর্তাদের কড়া মন্তব্য বা প্রত্যাশার চেয়ে শক্তিশালী অর্থনৈতিক তথ্য এলে দাম আবারও চার হাজার ডলারের নিচের দিকে নামতে পারে।’
চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেনÍআরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
নভেম্বরের শুরু প্রকাশিত মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে। এছাড়াও দীর্ঘতম সরকারি শাটডাউন এর প্রভাবে ভোক্তা আস্থা প্রায় তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিকে, স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দাম। গতকাল বুধবার ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৫২ দশমিক ২৪ ডলারে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গতকাল বুধবার বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ৬ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা গতকাল থেকে কার্যকর হয়েছে।
