শেয়ার বিজ ডেস্ক : দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রতিনিয়ত থাকে রাজধানী ঢাকা। তবে বর্ষাকালে এসে রাজধানীর স্থান সেই তালিকায় বেশ নিচের দিকেই অবস্থান করছে। এতে বায়ুদূষণে ৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১তম অবস্থানে রয়েছে ঢাকা।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৭টা ৪৬ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
একই সময়ে ১৭৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।
এছাড়া ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা স্কোর ১৩৭ এবং পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের শিকাগোর স্কোর ১৩৫।
অন্যদিকে তালিকার ২১ নম্বরে আছে রাজধানী, স্কোর ৭৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরআর/

Discussion about this post