নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইসলামিক ফাইন্যান্স এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৭.৬৯।
আর ৪ টাকা ৭০ পয়সা বা ৪.৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লাভেলো।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিং ৪.৪৪ শতাংশ,ইস্টার্ন লুব্রিক্যান্ট ৩.৭৪ শতাংশ, জি কিউ বলপেন ৩.৩৫ শতাংশ,স্ট্যান্ডার্ড ব্যাংক ৩.২৮ শতাংশ,সি এন্ড এ টেক্সটাইল ৩.১৩ শতাংশ,ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩.০৮ শতাংশ এবং লেগেসি ফুট ৩.০১ শতাংশ কমেছে।
এসএস/