নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে রুপালি ব্যাংক এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকাইন্দো বাংলা ফার্মা এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ।
আর ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রিমিয়ার লিজিং ৭.১৪ শতাংশ, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৪৫শতাংশ, ইউনিয়ন ক্যাপ ৬.৩৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৬.২৭ শতাংশ,জিএসপি ইস্পাত ৬.১৮শতাংশ ,গ্লোবাল হ্যাভি কেমিক্যাল ৬.০৯ শতাংশ ও প্রাইমব্যাংক৬.০৬ শতাংশ দর বেড়েছে।
এসএস/